25 October, 2023

BY- Aajtak Bangla

প্রথমবার লক্ষ্মীপুজো করছেন? পুজোর ফর্দে  যা যা রাখবেন

লক্ষ্মীপুজো করছেন বাড়িতে,  তাও আবার প্রথমবার।

কী কী সামগ্রী ছাড়া পুজো হবে না সেগুলি জানেন কি?

না জানলে ঝটপট ফর্দ বানিয়ে  নিয়ে দশকর্মা ভাণ্ডারে চলে যান।

সিঁদুর, অধিবাস ডালা, তিল, হরিতকী, ঘট, একসরা, আতপ চাল লাগবেই। 

১টি ঘটাচ্ছাদন গামছা, ১টি কুণ্ডহাঁড়ি, ১টি তেকাঠি, ১টি দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, পঞ্চরত্ন, ১টি সশীষ ডাব, ৪টি তীর, সুতো, ফুল, দুর্বা।

এছাড়াও লাগবে, ৩টি আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের ৩টি বাটি, দই, মধু, ঘি, চিনি, ৩টি নৈবেদ্য, ১টি কুচা নৈবেদ্য, লক্ষ্মীর লাল শাড়ি, নারায়ণের ধুতি, লোহা, শাঁখা,  পলা, সিঁদুরচুবড়ি।

হোম-যজ্ঞের জন্য বালি, কাঠ, খোড়কে, ঘি এক পোয়া, বেলপাতা ২৮টি।

ফুলের মালা, ১টি চন্দ্রমালা এবং পূর্ণপাত্র। এগুলি কিনে ফেললেই পুজো করে ফেলতে পারবেন নির্বিঘ্নে।