BY- Aajtak Bangla
9 July 2024
সকালের জলখাবারে কচুরি খেতে অনেকেই ভালবাসেন। গরম গরম কচুরি আর তার সঙ্গে আলুর তরকারি, একেবারে জমে যায়।
কলকাতার বিভিন্ন দোকানে সকাল হলেই কচুরির দেখা পাওয়া যায়। দেদার বিক্রি হয় কচুরি।
তবে কলকাতার এই ৫ দোকানেই সবচেয়ে টেস্টি কচুরি পাওয়া যায়। জানেন কি...
দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে রয়েছে মহারানি চা ও টিফিনেপ দোকান। এই দোকানের কচুরি খুবই সুস্বাদু হয়। ।
ধর্মতলার প্রাণকেন্দ্রে রয়েছে বিখ্যাত দোকান কেসি দাস। এই দোকানের কচুরিও খুবই বিখ্যাত। খুব টেস্টি হয় খেতে। . .
উত্তর কলকাতার পুঁটিরামের নাম রয়েছে। এখানে মিষ্টি পাওয়া যায়। পাশাপাশি, এই দোকানের কচুরি দারুণ খেতে হয়। . .
আদি হরিদাস মোদকের কচুরিও দারুণ খেতে। এই দোকানেও হু হু করে রোজ বিক্রি হয় কচুরি। . .
কলকাতার আরও একটি সেরা কচুরির দোকান হল মোহন ভান্ডার। এই দোকানের কচুরির স্বাদও মুখে লেগে থাকে।
কলকাতার এই ৫ দোকান ছাড়াও আরও কিছু দোকানের কচুরি বিখ্যাত। তবে এই ৫টি দোকানের কচুরি একবার ট্রেই করে দেখুন।