BY- Aajtak Bangla

বেস্ট সন্দেশ পাওয়া যায় কলকাতার এসব দোকানেই, জানুন

1 July 2025

মিষ্টি খেতে বাঙালিরা খুবই ভালবাসেন। যে কোনও শুভ অনুষ্ঠান হোক কিংবা পুজোপার্বণ, মিষ্টি লাগেই।  

মিষ্টি

বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়। প্রতিটি মিষ্টির স্বাদ একেক রকম হয়

হরেক রকমের মিষ্টি

বিভিন্ন মিষ্টির মধ্যে সন্দেশ অনেকেরই প্রিয়। 

সন্দেশ

কলকাতার এই ৫ দোকানেই সেরা  সন্দেশ পাওয়া যায়। ঠিকানা রইল...

মিষ্টির দোকান

কলকাতায় যে সব মিষ্টি দোকানে সেরা সন্দেশ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল গিরিশচন্দ্র দে অ্যান্ড নকুড়চন্দ্র নন্দী।

নকুড়ের সন্দেশ

বউবাজার মার্কেটের কাছে নির্মল চন্দ্র স্ট্রিটে রয়েছে ভীম নাগের দোকান।

ভীম নাগের সন্দেশ

ভীম নাগের কড়া পাকের সন্দেশ দারুণ খেতে। 'আবার খাবো' সন্দেশও জনপ্রিয়। 

কড়া পাকের সন্দেশ

বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকের জলভরা সন্দেশ, আম সন্দেশ বিখ্যাত। শ

বরলরাম মল্লিক

বউবাজারে রয়েছে নবকৃষ্ণ গুঁই দোকান। এই দোকানে রোজা ক্রিম সন্দেশ বিখ্যাত।

ক্রিম সন্দেশ

ধর্মতলায় কেসি দাসের দোকানেও দারুণ সব সন্দেশ পাওয়া যায়। 

ক্রিম সন্দেশ