20 APRIL 2023
ইতিহাস গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা মেট্রো। গঙ্গার তলা দিয়ে সম্পন্ন হল মেট্রোর ট্রায়াল রান
বৃহস্পতিবার সময় তখন দুপুর ১২টা বেজে ১০ মিনিট। তিন বার হর্ন বাজার পর হাওড়া ময়দান থেকে ছাড়লো মেট্রো।
১২টা ১৩ মিনিট নাগাদ পৌঁছাল বঙ্কিম সেতুর নিচে। ঘড়ির কাঁটা তখন ১২টা বেজে ১৬ মিনিট ছাড়িয়েছে। ট্রেনের মধ্যে ঘোষণা, 'আমরা এখন গঙ্গার নিচে প্রবেশ করছি'।
গঙ্গার নিচের ৫২০ মিটারের পথ অতিক্রম করতে এদিন মিনিট তিনেক সময় লাগে। বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ নদীর তলার সুড়ঙ্গ থেকে বেরোয় পাতালযানটি।
এরপরেই চলে আসে মহাকরণ স্টেশন। তারপর ফের সুড়ঙ্গে ঢুকে যায় মেট্রো। বেলা ১২ টা ৩৬ মিনিটে এসপ্ল্যানেড পৌঁছায় মেট্রোটি।
সেখানে ১৬ মিনিট মতো দাঁড়ানোর পর ওই টানেল দিয়েই ফের পিছন দিকে চলতে শুরু করে মেট্রোটি। যে টানেল দিয়ে যাত্রা শুরু হয়েছিল, দুপুর দেড়টা নাগাদ পৌঁছে যায় সেই টানেলেই।
মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের