2 DEC, 2024
BY- Aajtak Bangla
কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী।
কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত। এই শহর পূর্ব ভারতের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র।
দক্ষিণ এশিয়ায় কলকাতা তৃতীয় বৃহৎ অর্থনীতির শহর।
জনসংখ্যার হিসেবে বৃহত্তর কলকাতা ভারতের ৩য় সর্বাধিক জনবহুল মহানগরী।
কিন্তু জানেন কি কলকাতা নামের বানান কোনটা হওয়া উচিত-কোলকাতা নাকি কলকাতা?
আমরা এখন কলকাতা লিখি, অনেকেই কোলকাতা বলে থাকেন।
তাহলে জেনে নেওয়া যাক কোনটা লেখা ঠিক।
আসলে কলকাতা বা কোলকাতা নামটা এসেছে কলিকাতা থেকে।
কালের নিয়মে কলিকাতা বানান থেকে ই কার মুছে গিয়েছে। যেমন-বলিব থেকে বলব, করিব থেকে করব ইত্যাদি।
সেরকমই কলিকাতা থেকে কোলকাতা বা কলকাতা হয়েছে। তবে, বর্তমান সংশোধিত বানানে কলকাতা লেখাটাই ঠিক।