BY- Aajtak Bangla
16 September, 2024
ভারতের সব রাজ্যের পুলিশের পোশাকের রং খাকি। কিন্তু সেখানে কলকাতা পুলিশের উর্দি সাদা রঙের।
কলকাতা পুলিশ কিন্তু খাকি উর্দি পরে না। কলকাতার রাস্তায় বা যে কোনও থানায় গেলে সাদা পোশাকের পুলিশই দেখতে পাবেন।
সব রাজ্যের পুলিশ যেখানে খাকি উর্দি পরে সেখানে কলকাতা পুলিশ কেন সেই রঙের উর্দি পরে না? এর কারণ জানলে চমকে যাবেন।
কলকাতা পুলিশের পোশাকের রং সাদা হওয়ার নেপথ্যে রয়েছে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক কারণ।
কলকাতা পুলিশের পোশাকের রং সাদা হবে, এটা নির্ধারিত হয়েছিল সেই ইংরেজ আমলে। সব রাজ্যের পোশাকই সাদা ছিল। তবে পরে খাঁকি করা হয়।
কিন্তু কলকাতা পুলিশ তাদের পোশাকের রং বদলায়নি। এর কারণ হল আবহাওয়া।
কলকাতা শহর থেকে সেই সময় সমুদ্রের দূরত্ব বেশি ছিল না। তাই সারা বছরই এখানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকত। এই পরিস্থিতিতে সাদা রঙের পোশাক অনেকটা স্বস্তিদায়ক।
কারণ সাদা ইউনিফর্মে গরম কম লাগে। কলকাতা পুলিশ যাতে গরম বোধ না করে, সেজন্য সাদা রাখা হয় পোশাক।
প্রসঙ্গত, ১৮৪৭ সালে পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তন করে খাকি করা হয়। তার আগে সব পুলিশের পোশাকের রং ছিল সাদা।