10 December, 2024

BY- Aajtak Bangla

শীতে গাছের আড়ালে দুষ্টুমি-উষ্ণ প্রেম, কলকাতার সেরা ৮  জায়গা

শীতে সকলেই চান প্রিয় মানুষের উষ্ণতার ছোঁয়া। কলকাতাতেই এমন জায়গা রয়েছে যেখানে নিভৃতে সময় কাটাতে পারেন। 

কলকাতায় এমন ৮টি জায়গা আছে, যেখানে জমিয়ে প্রেম করতে পারেন-

সেন্ট্রাল পার্ক- সল্টলেকের সেন্ট্রাল পার্কে জমাটি প্রেম করতে পারেন। করুণাময়ী বাস স্টপে নামুন। 

নলবন পার্ক- সল্টলেকেরই নলবন প্রেমের জন্য দারুণ উপযুক্ত। সেক্টর ফাইভের কাছেই।

প্রিন্সেপ ঘাট- প্রিয় মানুষকে নিয়ে চলে যান গঙ্গার ধারের প্রিন্সেপ ঘাটে। করুন জমাটি প্রেম। 

ভিক্টোরিয়া- ভিক্টোরিয়ায় সবুজ গালিচা, গাছগাছালির আড়ালে প্রেম জমে হবে ক্ষীর। 

মিলেনিয়াম পার্ক- গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কও নিভৃতে কাটানোর দারুণ জায়গা। 

সিটিজেন্স পার্ক- সন্ধেয় অন্ধকারে প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ ভালোবাসার উত্তম স্থান এই জায়গা। 

এলিয়ট পার্ক- কলকাতায় প্রেমের ভাল জায়গা। নিভৃতে কাটানোর জন্য ঝোপঝাড়ও আছে। 

গোলপার্ক- প্রেম করুন রবীন্দ্র সরোবরে। নির্বিঘ্নে মনের সঙ্গে ঘনিষ্ঠ হোন।