BY- Aajtak Bangla

কলকাতায় সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর সেরা ঠিকানাগুলি

8 NOVEMBER 2023

রেস্তোরাঁ বা বিলাসবহুল হোটেল ছাড়াও কাপেলদের জন্য, কলকাতায়  একাধিক জায়গা রয়েছে যেখানে দুজনে ঘুরতে যেতে পারেন।

 শহর কলকাতার এই জায়গাগুলি আপনার ডেটিং এর জন্য হতে পারে একদম পারফেক্ট।

প্রিন্সেপ ঘাট হল কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং মনোরম রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি।

আদর্শ রোমান্টিক স্পট হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনার জন্য একটি চমৎকার জায়গা হতে পারে।

কলকাতার রোমান্টিক অবস্থানগুলির মধ্যে একটি অবশ্যই ইকো পার্ক।

মিলেনিয়াম পার্কেও আপনার সঙ্গীর সঙ্গে একান্তে  সূর্যাস্ত দেখতে পারেন।

গঙ্গার স্নিগ্ধ হাওয়ায়  প্রেম নিবেদন করার আদর্শ জায়গা হতে পারে ফ্লোটেল।

সেন্ট্রাল পার্ক (বনবিতান) কেবল রোম্যান্সের জন্যই বিখ্যাত। আপনি এখানে আপনার সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে পারেন।

কলকাতা কপোত-কপোতীদের জন্য ভাল এবং নিরাপদ জায়গা এলিয়ট পার্ক। কোনও রকম টেনশন ছাড়াই রোম্যান্স উপভোগ করতে পারবেন।

 মনের মানুষটার সঙ্গে চুটিয়ে গল্প-আড্ডা দিতে  চাইলে নন্দন হতে পারে পারফেক্ট জায়গা।

ব্যস্ত শহরের মাঝেই সবুজের ছোঁয়া পেতে ময়দানে যেতে পারেন।

 নলবন পার্কের গাছগাছালিতে ভরা  বিশাল ঝিলের শোভা আপনাকে মুগ্ধ করবেই। প্রেমিক-প্রেমিকাদের প্রেমালাপের অবাধ স্বাধীনতাও রয়েছে নলবনে।