BY- Aajtak Bangla

বাঙালির বুদ্ধিতেই ত্বকে চমক আনেন কোরিয়ানরা, বাঙালিই জানে না

09 March, 2025

বয়স বাড়লে চামড়ায় ভাঁজ আসবে। কিন্তু কোরিয়ান পদ্ধতিতে  অনেকদিন চামড়া টানটান থাকে।

তখন মুখের ত্বক মসৃণ এবং উজ্জ্বল করতে নানা প্রসাধনী মাখেন অনেকে।

কেউ ফেসিয়াল করেন।  কেউ ক্রিম মাখেন। তাতে কিছুক্ষণের জন্য মেকআপ হলেও তাতে দীর্ঘমেয়াদী লাভ হয় না।

তবে চাইলে ঘরোয়া উপাদানেই পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিন। একেবারে ঝকঝক করবে। 

এটা আবার ভারতীয় পদ্ধতি। বিশেষ করে বাঙালির খুব কাছের উপায়। কিন্তু অনেকেই জানেন না। কোরিয়ান গ্লাস স্কিনের জন্য লাগবে রাইস ওয়াটার বা চাল ধোওয়া জল। . .

চাল ধোওয়া জল রেখে দিন। এবার মেশাতে হবে অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল। . .

তার সঙ্গে আরও  লাগবে ভিটামিন ই ক্যাপসুল এবং অলিভ ওয়েল। ব্যস উপকরণ তৈরি।   . .

তারপরে ৪টি উপাদান ভাল করে মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে সারা রাত রেখে দিন।

এবার ওই মিশ্রণটি ভাল করে মুখে লাগান। দেখবেন কয়েক দিনের মধ্যেই পাবেন চকচকে কোরিয়ান গ্লাস স্কিন।