16 September, 2024

BY- Aajtak Bangla

বাড়বে রক্ত-আসবে ঘুম, এই শাক খেলেই বাঁচবে ডাক্তার দেখানোর খরচ 

বাড়বে রক্ত-আসবে ঘুম, এই শাক খেলেই বাঁচবে ডাক্তার দেখানোর খরচ 

BY- Aajtak Bangla

অনেকে রক্তাল্পতার সমস্যায় ভোগেন। শরীরে হিমোগ্লোবিন কমে যায়। তবে এক পাতায় সব সমস্যার সমাধান রয়েছে।

এই পাতা খেলেই শরীরে রক্ত বাড়বে। দামী দামী ফল বা ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

অল্পদিনেই ফল মিলবে হাতেনাতে। হু হু করে বাড়বে হিমোগ্লোবিন। অ্যানিমিয়া প্রতিরোধ হয়ে যাবে। 

সেটি হল কুলেখাড়়ার পাতা। বাড়ির আশপাশে জঞ্জালের মধ্যে এই পাতা জন্মায়। এই শাকের দামও অল্প। মাত্র ৫ টাকা। 

এই পাতার রস বেঁটে খেলেই মেলে উপকার। আবার গরম জলে এই পাতা ফুটিয়ে তার জল খাওয়া যায়। 

ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সাহায্য করে কুলেখাড়ার পাতা। যাদের ঘুম আসতে চায় না,তাদের জন্যও এই ওষুধ অব্যর্থ। 

জাঙ্কফুড ইত্যাদি খেলে অনেক সময় পেট খারাপ হয়। তা ঠিক করে কুলেখাড়ার পাতার রস। 

এছাড়াও শরীরের কোনও জায়গা কেটে গেলে বা ক্ষত তৈরি হলে কুলেখাড়ার পাতা লাগালে উপকার মেলে। 

গাঁটের ব্যথার সমস্যায় ভোগেন অনেকে। আর্থ্রাইটিসের যন্ত্রণা নিমেষে কমিয়ে দেয় কুলেখাড়া।