13 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
পাকিস্তানের জাতীয় সবজি হল ঢ্যাঁড়স। এটি জেনে অনেকেই হাসতে পারেন।
পাকিস্তানের মানুষ ঢ্যাঁড়সকে ভেন্ডি বলে ডাকে।
এই সবজি তাদের দেশে সবথেকে জনপ্রিয় আর প্রিয়।
তাহলে বলতে পারবেন? ভারতের জাতীয় সবজি কি?
এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। আসলে, ভারতের জাতীয় সবজি বলে আলাদা কিছু নেই।
তবে কুমড়ো খুবই জনপ্রিয় সবজি।
কারণ, কুমড়ো এমন একটি সবজি যে বেশিরভাগ রাজ্যে এটি পাওয়া যায়।