25 JUNE, 2024
BY- Aajtak Bangla
মাতৃভূমি লোকাল ট্রেনের ধাঁচে কলকাতায় চালু হচ্ছে লেডিজ স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন হবে।
প্রতিদিনই হাওড়া থেকে ছাড়ার কথা এই লেডিস স্পেশাল বাসের৷ হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ।
সকাল সাড়ে নটা এবং দশটায় দুটো বাস ছাড়বে হাওড়া থেকে।
বাসে থাকবেন মহিলা কন্ডাক্টর। মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশ দিয়ে এই বাস যাবে।
এই বাসের ফলে হাওড়া লাইন দিয়ে শহরে আসা মহিলা চাকরিজীবী ও কর্মীদের উপকার হবে।
আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও তার সংখ্যা ভবিষ্যতে বাড়বে। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে।
আপাতত নন এসি বাস চালু হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে এসি বাসও নামবে।
বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকবে। ফলে পুরুষ যাত্রীরা তাতে উঠতে পারবেন না।
এর আগেও ২০১৩ সালে শহরে চালু হয়েছিল লেডিস স্পেশাল বাস। কিন্তু কিছুদিন চলার পরেই সেই বাস পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যায়।