18 September, 2023

BY- Aajtak Bangla

v

ঢেঁড়স দীর্ঘদিন ভালো রাখার উপায়

ঢেঁড়স সবসময় তাজা পাওয়া যায় না।

সবসময়ে মাঝারি মাপের ঢেঁড়স কিনুন।

ঢেঁড়স সব সময়ে শুকনো জায়গায় রাখুন।

একসঙ্গে অনেক ঢেঁড়স রাখবেন না।

বেশি বড় ঢেঁড়স দ্রুত পচে যায়।

কেনার সময়ে দেখে নিতে হবে ঢেঁড়সগুলো নরম কি না। বেশি শক্ত ঢেঁড়স না কেনাই ভালো।

শুকনো কৌটো কিংবা ব্যাগে ভরে রাখতে হবে এ সবজিকে।