15 JULY , 2024

BY- Aajtak Bangla

কব্জি না বাহু, কোথায় ধাগা পরলে মেলে বেশি উপকার? পুরোহিতের টিপস 

হাতে লাল ধাগা বা সুতো বাঁধা শুভ। দুর্গাপুজোর পর বা ষষ্ঠীপুজোর পর ছেলে মেয়ে নির্বিশেষে এই ধাগা হাতে বাঁধেন। 

জ্যোতিষমতেও লাল ধাগা বাঁধা শুভ বলে মনে করা হয়। যথাযথ নিয়ম মেনে ধাগা বাঁধলে অশুভ শক্তি দূর হয়। জীবনে উন্নতি হয়। 

অনেকে বুঝতে পারেন না,ধাগা কোথায় পরা উচিত, হাতের কব্জি না বাহু? অনেকে কব্জিতে ধাগা পরেন। কেউ আবার বাহুতে।

তবে জ্যোতিষমতে হাতের কব্জি বা বাহু যে কোনও জায়গাতে ধাগা পরলেই হবে। তবে কব্জিতে যেহেতু এঁটো খাবার দাবার, নোংরা লাগে তাই বাহুতে পরা বেশি নিরাপদ। 

ধাগা বাঁধলে দেবী লক্ষ্মী, পার্বতী এবং সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। তাই বাড়িতে শান্তি-অর্থ আসবে। আবার অশুভ শক্তিও দূর হবে।

পুরোহিতরা বলেন, বিবাহিত মহিলাদের বাম হাতে ধাগা বাঁধা উচিত। অন্যদিকে অবিবাহিত মেয়েদের জন্য ডান হাত শুভ।

হাতে বাঁধা ধাগা শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার খোলা যায়। অন্যদিন খুললে অশুভ হতে পারে।

ধাগা খোলার পর তা গঙ্গা বা নদীতে পুকুরে ভাসিয়ে দেওয়া উচিত। কোনও নোংরা জায়গাতে ফেলবেন না। 

হাতে ধাগা খোলার পর সেই হাতে ধাগা ফের পরে নিন। হাত ফাঁকা রাখবেন না।