1 SEP, 2024

BY- Aajtak Bangla

১ বিঘা = কত কাঠা, কত স্কয়্যার ফুটে ১ কাঠা? বেশিরভাগ লোক জানে না 

জমির পরিমাপ পদ্ধতি বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ইত্যাদি বিভিন্ন এলাকায় এককের মানে বিভিন্নতা রয়েছে।

বাংলায় জমি ও বাড়ি সংক্রান্ত যাবতীয় দলিল লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজে ব্যবহার্য দুই প্রকার পরিমাপ হল শতাংশের হিসাব ও কাঠার হিসাব।

বিঘা, কাঠা, শতক, ছটাক ইত্যাদি একক ব্যবহার করা হয়।

কিন্তু অনেকেই এই হিসেব জানেন না। চলুন জেনে নেওয়া যাক।

১ একর = ১০০ শতক ১ শতক = ১ একরের ১০০ ভাগের ১ ভাগ

১ বিঘা = ৩৩ শতক ১ বিঘা = ২০ কাঠা

১ কাঠা = ৭২০ স্কয়্যার ফুট   ১ বিঘা = ১৪৪০০ স্কয়্যার ফুট 

১ কাঠা = ১৬ ছটাক ১ ছটাক = ২০ গন্ডা

১ বিঘা = ১৩৩৮ বর্গ মিটার ১ বিঘা = ১৬০০ গজ