28 AUG, 2024

BY- Aajtak Bangla

সোনার মতোই দামী, আকছার পাওয়া যায় এই পাথর; কাছে আছে?

সোনা নয়, কিন্তু সোনার মতো দামী এই পাথর। অথচ খুব সহজে রাস্তা-ঘাটে পাওয়া যায় এই পাথর। 

এই পাথর সোনার মূল্যে বিক্রি হয়, দোকানেও বিক্রি করতে পারেন। দোকানিরা লুফে নেয় এই পাথর। 

এই পাথরকে দেবতাদের স্টোন নামে ডাকা হয়ে থাকে। 

লেপিস লাজুলি নামেও পরিচিত এই পাথর। নীল রঙের হয়। 

নীল রঙের এই পাথর দেখতে যেমন সুন্দর তেমনই এটি অনেক কাজেও লাগে।

বাড়ি সাজানো, অলঙ্কার তৈরি সবক্ষেত্রেই এই পাথরের ব্যবহার আছে। 

দুনিয়ার সব থেকে ভালো ও উন্নত মানের লেপিস লাজুলি পাওয়া যায় আফগানিস্তানে। ভারতেরও এই পাথর পাওয়া যায়।

রাস্তাঘাটে, মাছে, পুকুরের ধারে এই পাথর মাঝে মধ্যেই দেখা যায়। 

ইউরোপে এই পাথরের কদর সবথেকে বেশি। সোনার দামে এই পাথর সেখানে বিক্রি হয়।