BY- Aajtak Bangla

বিশ্বে সবচেয়ে বেশি ধান হয় এই দেশে(আপনি ভুল জানেন)

4 January, 2025

বাংলা তথা ভারতে মূল খাবার ভাত। কিন্তু আপনি কি জানেন, ধান উৎপাদনে ভারত ২ নম্বরে। বিশ্বে সেরা কে?

ধান উৎপাদনে সারা বিশ্বে চিন প্রথম স্থান দখল করে আছে

প্রতিবছর চিন প্রায় ১৪.৮ কোটি টন চাল উৎপাদন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। বছরে প্রায় ১২ কোটি টন চাল উৎপাদন করে।

ভারতের ধান বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলে। 

তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। এখানে বার্ষিক উৎপাদন প্রায় ৩.৬ কোটি টন।

এর পরের স্থানে ভিয়েতনাম এবং থাইল্যান্ড- যথাক্রমে প্রায় ২.৮ কোটি এবং ২ কোটি টন উৎপাদন।

দক্ষিণ এশিয়ার দেশগুলি চাল উৎপাদনে বিশ্বে সেরা পজিশনে রয়েছে। এখানকার আবহাওয়া ও মাটি ধান চাষের জন্য উপযুক্ত।

চাল উৎপাদনে চিন ও ভারত এগিয়ে থাকলেও, চাল রফতানির ক্ষেত্রে এগিয়ে রয়েছে থাইল্যান্ড ও ভারত।

এই দেশগুলিতে চালের বিশাল উৎপাদন বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার নিশ্চয়তায় সাহায্য় করে।