BY- Aajtak Bangla

লাউয়ের ইংরেজি কী? ইংলিশে পণ্ডিতরাও জানেন না 

15  APRIL, 2025

বাজারে যেসব সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল লাউ।

লাউ

রোজকার যেসব সবজি আমরা খাই, তার মধ্যে লাউ থাকেই।

ভাল সবজি

বিশেষজ্ঞদের মতে, লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

উপকারী

নিয়মিত লাউ খেলে ত্বক উজ্জ্বল হয়। জেল্লা বাড়ে।

জেল্লা বাড়বে

পাশাপাশি, লাউ খেলে হজমের সমস্যা দূর হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

হজমের সমস্যা

যে সবজি এত উপকারী, তার সম্পর্কে নানা তথ্য জানা দরকার। লাউকে ইংরেজিতে কী বলে?

লাউয়ের ইংরেজি কী

অনেক শিক্ষিত লোকেরাও জানেন না লাউয়ের ইংরেজি।

অনেকেই জানেন না

লাউকে ইংরেজিতে বলা হয় Bottle gourd।

রইল উত্তর