14 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

নাড়ু ছাড়ুন, এবার খান নারকেলের সন্দেশ, এভাবে ঘরেই বানান

নারকেলের পিঠে হয়, নারকেলের নাড়ু হয়, আরো কত কী হয় নারকেল দিয়ে! তাই বলে কি নারকেলের সন্দেশ হয়?

হ্যাঁ, নারকেলেরও সন্দেশ হয়। আমরা সবাই কমবেশি ছানার সন্দেশ খেয়েছি। তবে নারকেলের সন্দেশটা একটু ব্যতিক্রম।

 আর এই নারকেলের সন্দেশ বানাতে খুবই কম উপকরণ লাগে, আর সময়ও কম লাগে। তাহলে জেনে নিন কীভাবে বানাবেন দারুণ স্বাদের নারকেলের সন্দেশ।

উপকরণ নারকেল কোড়ানো দুই কাপ দুধ এক কাপ গুঁড়ো দুধ ১/২ কাপ মাওয়া ১/৩ কাপ এলাচ তিন থেকে চারটি দারুচিনি দুটি ভাজা বাদাম গুঁড়াোএক টেবিল চামচ

প্রথমে নারকেল, চিনি ও ১/২ কাপ পরিমাণে দুধ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ১/২ কাপ হালকা গরম দুধের মধ্যে ১/২ কাপ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিন।

এরপর একটি কড়াইয়ে ব্লেন্ড করা নারকেল নিয়ে নিন। এরপর এর মধ্যে এলাচ, দারুচিনি এবং গুঁড়ো দুধের মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এটি অল্প আঁচে নাড়তে থাকুন। ধনে গুঁড়ো

নারকেলের মধ্যে থাকা দুধটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিন মাওয়া। আবার সাত থেকে আট মিনিট নাড়তে থাকুন। ধনে গুঁড়ো

এরপর এর মধ্যে মিশিয়ে নিন ভাজা বাদামের গুঁড়ো। এরপর মিশ্রণটি গ্যাস  থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন।

মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে এটি হাত দিয়ে মেখে নিন।  এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট বল করে একটা ডিজাইনার ডাইস দিয়ে ডিজাইন করে নিন।

অথবা আপনার পছন্দমতো আকার দিন। তারপর ঠান্ডা করে পরিবেশন করুন ভিন্ন স্বাদের নারকেলের সন্দেশ।