23 July, 2024

BY- Aajtak Bangla

বর্ষায় চামড়ার জুতো-ব্যাগে সাদা ছোপ কীভাবে দূর করবেন? টিপস 

বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে ভাব। জামাকাপড় শুকোতে অসুবিধে হয়। আবার চামড়ার ব্যাগ, বেল্ট, জুতোতে সাদা ছোপ পড়ে। 

সেই কারণে ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি ব্যবহার করা যায় না। তবে বেশ কয়েকটা ট্রিকস মানলে ছোপ পড়বে না। 

শুকনো সুতির কাপড় দিয়ে নিয়মিত মুছুন ব্যাগ, বেল্ট বা জুতো। ব্যবহারের পরই শুকনো কাপড়ে মুছলে আর ছত্রাক বা সাদা দাগ পড়বে না। 

জুতো, বেল্ট ইত্যাদি কখনও বদ্ধ জায়গাতে রাখবেন না। বাতাস চলাচল করতে না পারলে ছত্রাক পড়ে।

তাই খোলামেলা জায়গাতে জুতো বা ব্যাগ রাখুন। গায়ে সামান্য রোদ লাগলেও ভালো।

অনেকে ছত্রাক দূর করতে সরাসরি রোদ লাগান জুতো বা ব্যাগের গায়ে। এমনটা করলে কিন্তু জুতো ফেটে যেতে পারে। 

ব্য়াগ বা জুতোকে ছত্রাক থেকে বাঁচাতে মাঝে মাঝে জুতো ও ব্যাগের গায়ে পাওডার মাখিয়ে রাখুন।

বেল্টেও সাদা ছোপ পড়ে যায়। বেল্টকে সুন্দর রাখতে মাঝে মাঝে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।  

ব্যাগ, বেল্ট যত্ন নেওয়ার আর একটা সহজ ট্রিকস হল পালিশ করা। মাঝে মাঝে এগুলো পালিশ করুন। তাহলে সাদা দাগ দূর হবে।