BY- Aajtak Bangla
02 AUGUST, 2023
রকমারি চামড়ার তৈরি জিনিসের কদর রয়েছেন ফ্যাশনিস্তাদের মধ্যে।
চামড়ার জিনিসের বেশি যত্ন নেওয়া দরকার বর্ষায়। কিন্তু কীভাবে নেবেন এই সব জিনিসের যত্ন?
চামড়ার জিনিস আর্দ্র পরিবেশে নিয়ে না যাওয়াই ভাল।
চামড়ার জুতো জল-কাদার জন্য একেবারেই অনুপযুক্ত।
চামড়ার জুতো পরিষ্কার করতে বা দাগ দূর করতে নেইলপলিশ রিমুভার ব্যবহার করুন।
লেদারের জুতো রোজ ব্যবহার করার পর একটি নরম শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হবে।
এই ধরনের জুতো থেকে জলের দাগ দূর করতে মৃদু ডিটারজেন্ট বা ভিনেগার ব্যবহার করুন।
লেদারের জুতোর গন্ধ দূর করতে শুকনো টি ব্যাগ রাখা যেতে পারে।