BY- Aajtak Bangla
25 September, 2024
BY- Aajtak Bangla
টাক মাথায় চুল গজানোর জন্য বহু চেষ্টার ত্রুটি নেই। তেল, ওষুধ, আয়ুর্বেদিক, নানা মুনির নানা মত।
টাক মাথা আর কারই বা ভাল লাগে? অল্প বয়সে বুড়োটে বানিয়ে দেয়। কিন্তু চিরুনিতে কি চুল গজানো সম্ভব?
বাজারে এসেছে এক ধরনের চিরুনি, যা চুল গজাতে সাহায্য করতে পারে। অর্থাত্ চুল আঁচড়ালেই হবে, কোনও ওষুধ বা তেল, শ্যাম্পু লাগবে না।
চিরুনিটি হল LED চিরুনি। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, চুলের গোড়ায় পুষ্টি জোগাতে এবং ফলিকলগুলিকে উদ্দীপিত করতে এই ‘এলইডি’ বা ‘লাইট এমিটিং ডায়োড’ আলো বেশ পারদর্শী।
এই চিরুনি থেকে বিচ্ছুরিত বিশেষ আলো ফলিকলগুলিকে উদ্দীপিত করবে। নতুন চুল গজানোর সম্ভাবনা তৈরি হবে।
ত্বকের চিকিৎসকেরা বলছেন, ‘এলইডি’ চিরুনি এক ধরনের তরঙ্গ তৈরি হয়।
এই তরঙ্গ ক্ষতিগ্রস্ত টিস্যু বা চুলের বয়সজনিত ক্ষয়ক্ষতি সারিয়ে তুলতে পারে।
শ্যাম্পু করার পর চুল অল্প ভিজে থাকা অবস্থাতেই ‘এলইডি’ চিরুনি দিয়ে চুল আঁচড়ে নেওয়া যেতে পারে।
ভাল ফল পেতে হলে নিয়ম করে মিনিট দশেক এই চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যাস করতে হবে।
তিন মাস পর থেকে ফল পাওয়া শুরু হতে পারে বলে দাবি মার্কিন গবেষকদের।