BY- Aajtak Bangla
18 Sept 2024
নতুন দিন মানেই নতুন আশা, নতুন আকাঙ্খা, সাফল্যের আশা। জ্যোতিষ মতে, সাফল্য শুধু আশা করলেই আসবে না। সেজন্য আপনাকে বেশ কয়েকটি জিনিস মেতে চলতে হবে।
ঘুম থেকে উঠে কোন পা মাটিতে রাখছেন তার উপর নির্ভর করে আপনার ভাগ্য। জ্যোতিষ মতে, এক একদিনে এক একটি পা ঘুম থেকে উঠে মাটিতে রাখা উচিত।
জ্যোতিষমতে, সোম, বুধ ও শুক্রবার প্রথমে মাটিতে বাম পা ফেলতে হবে। যদি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার হয়, তা হলে প্রথমে ডান পা মাটিতে ফেলতে হবে।
শুধু ঠিক পা ফেললেই হবে না, দিন যাতে ভালো যায় সেজন্য রোজ ঘুম থেকে উঠে দুই হাতের তালুর দিকে তাকাতে হবে। তাহলে আপনার দিন ভালো যাবে।
এছাড়াও জ্যোতিষ মতে, বাড়ি থেকে বেরোনোর সময় ডান পা গেটের বাইরে প্রথম রাখা উচিত। তাহলে যে কাজে বেরোচ্ছেন তাতে সাফল্য আসবে।
এছাড়াও শুভ কাজে বেরোনোর আগে মিষ্টি মুখ করুন। জ্যোতিষ মতে, কপালে দই চিনির ফোঁটাও দিতে পারেন।
জ্যোতিষ মতে, সকালে ঘুম থেকে উঠে কখনও এঁটো বাসন দেখা উচিত না। তাহলে নেতিবাচক শক্তি কাজ করে। তাই এঁটো বাসন দেখে কখনও বাড়ি থেকে বেরোবেন না। ।
ঘুম থেকে উঠে কখনও ভাঙা আয়নাতে মুখ দেখবেন না। তাতে দেবতা রুষ্ট হন। নিজের ছায়ার দিকেও তাকাতে নেই। তাহলেও নেতিবাচর প্রভাব পড়ে। ঘুম থেকে ওঠার পর কখনও ভাঙা ঘড়ি, ঝাঁটা এগুলো দেখা উচিত না।