10 September 2024
BY- Aajtak Bangla
অনেকেই বসে বসে পা নাচান। একরকম সহজাত অভ্যাস হয়ে গিয়েছে এটা।
যাঁরা বসে বসে পা নাচান, তাঁদের এই স্বভাব কিন্তু মোটেই ভাল লক্ষণ নয়।
বিশেষজ্ঞদের মতে, বসে বসে পা নাচালে শরীরে নানা ক্ষতি হতে পারে। বাসা বাঁধতে পারে নানা রোগ।
বিশেষজ্ঞদের মতে, পা নাচানোর স্বভাবের সঙ্গে যোগ রয়েছে নার্ভাস সিস্টেমের।
বিশেষজ্ঞদের মতে, এটা একধরনের ডিসঅর্ডার। এই সমস্যার নাম নিউরো সেন্সরি ডিসঅর্ডার।
বসে বসে পা নাচালে অ্যানিমিয়া, ডায়াবিটিসও হতে পারে।
এই ধরনের অভ্যাস থারলে অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।