BY- Aajtak Bangla
18 March 2025
কারও বাড়িতে আর্থিক সঙ্কট থাকলে লেবু ও লঙ্কা টাঙাতে হয়। তাহলে সঙ্কট কেটে যায়।
তবে ভুলভাবে এই লেবু ও লঙ্কা টাঙালে ক্ষতি বেশি হয়। সেজন্য নিয়ম মেনেই তা টাঙানো উচিত।
অনেকে বলেন লেবু ও লঙ্কা মঙ্গল, বৃহস্পতি বা শনিবারই কেনব টাঙানো যায়। অন্য দিন টাঙাতে নেই।
তবে এই ধারণা ঠিক নয়। সপ্তাহের যে কোনও দিন কালো সুতো দিয়ে তা টাঙাতে পারেন।
তবে অমাবস্যার দিন ভুলেও টাঙাতে নেই। এতে আর্থিক ক্ষতি বাড়ে।
আর লেবু ও লঙ্কা শুকিয়ে গেলে তা তৎক্ষণাৎ ফেলে দেওয়া প্রয়োজন।
লেবু লঙ্কা সব সময় নিজের হাতে টাঙানো উচিত। তবেই শুভ ফল মিলবে।
লেবু লঙ্কা সবসময় মূল দরজার মাঝখানে ঝুলিয়ে রাখা উচিত যাতে পাশ দিয়ে যাওয়ার সময় লোকের চোখ পড়ে।
মনে রাখবেন লেবু রাখা কখনই উপরের দিকে না হয়। লেবু সবসময় মাঝখানে বা নীচে রাখুন। আর তা কালোসুতোয় বেঁধে রাখুন।