26 March 2024

BY- Aajtak Bangla

দোকান-বাড়ির দরজায় লেবু-লঙ্কা ঝোলানোর আগে করুন এই কাজ, শত্রু জব্দ হবেই 

বাড়ি বা দোকান প্রবেশের পথে লেবু ও লঙ্কা ঝোলানো শুভ বলে মনে করা হয়। ভারতীয় সংস্কৃতি মতে, লেবু ও লঙ্কা ঝোলালে অশুভ শক্তির বিনাস হয়। 

আপনার দোকান বা বাড়িতে অনেকে কুনজরও দেন। জ্যোতিষ মতে, লেবু ও লঙ্কা ঝোলালে সেই কুনজর থেকে রক্ষা পাওয়া যায়। 

তবে শত্রুর কুনজর থেকে বাঁচতে শুধুমাত্র লেবু-লঙ্কা ঝোলালেই হবে না। সঙ্গে মন্ত্রও বলতে হবে। তবেই আপনার মনোবাসনা পূরণ হবে। 

জ্যোতিষীরা বলেন, লেবু-লঙ্কা ঝোলানোর সময় বগলামুখী মন্ত্র প্রয়োগ করতে হবে। আর তা হল -ওঁ হ্রিং বগলামুখী স্বাহা অথবা -ওঁ হ্লীং বগলা মুখী স্বাহা। 

অর্থাৎ এই দুই মন্ত্র পড়ে তারপরই লেবু ও লঙ্কা ঝোলান, তাহলেই শত্রু জব্দ হবে। সে চাইলেও আপনার দোকান বা বাড়ির দিকে কুনজর দিতে পারবে না। ক্ষতি হবে না আপনার। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে ৭টি লঙ্কা, ৩টি পাতিলেবু, হলুদ সুতো ও কিছুটা গুঁড়ো হলুদ নিতে হবে। 

প্রথমে একটি লঙ্কা বগলামুখী মন্ত্র উচ্চারণ সহকারে হলুদ সুতো দিয়ে বেঁধে নিন। তারপর একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা, আবার একটি পাতিলেবু ও তিনটি লঙ্কা ও সবশেষে আর একটি পাতিলেবু মন্ত্র উচ্চারণ করে সুতোর মধ্যে প্রবেশ করান।

সবশেষে সেই লেবু-লঙ্কার ওপরে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে সদর দরজায় ঝুলিয়ে দিন। এটি ঝোলানোর সময় তিন বার মন্ত্র উচ্চারণ করতে হবে।

তবে মনে রাখবেন প্রতি ৭ দিন অন্তর কিন্তু এই লেবু ও লঙ্কা বদলাতে হবে। তবেই আপনি এর গুণ বুঝতে পারবেন।