2 January, 2025

BY- Aajtak Bangla

মাত্র ৭ দিনে দূর হবে খুশকি, এভাবে লাগান লেবুর রস

v

শীতকালে খুশকির সমস্যা বাড়ে। এর সমাধানও রয়েছে বাড়িতেই। খুব অল্প  খরচে খুশকি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

কীভাবে লেবুর রস ব্য়বহার করলে মাথা থেকে খুশকি পালাবে? আসুন জেনে নিই। 

সেজন্য প্রয়োজন ৩ থেকে ৪ চামচ আমন্ড অয়েল। তার সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তা মাথায় দিন। স্ক্যাল্পে ভালো করে মাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা জেল ও লেবুর রস মিশিয়েও চুল থেকে খুশকি দূর করা যায়। সেই মিশ্রণও চুলে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিতে হবে। 

তবে যে লেবুর রসের পরিাণ ঠিক রাখা দরকার। ঠিক মতো লেবুর রস ব্যবহার করলে তবেই খুশকি দূর হবে। 

পেঁয়াজের রসও খুশকি দূর করে। সেজন্য পেঁয়াজ থেকে প্রথমে রস বের করে নিতে হবে। 

এবার পেঁয়াজের সেই রস মাথায় লাগান। প্রায় আধঘণ্টা সেই রস মাথায় লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। 

আপেল সাইডার ভিনিগারও খুশকি নিরাময় করে। প্রথমে আধ কাপ আপেল সাইডার ভিনিগার নিন। তার সঙ্গে এক কাপ জল নিন। দুটো ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তা চুলে লাগান। 

লেবুর রস, আপেল সাইডার ও পেঁয়াজের রস সপ্তাহে দুই দিন লাগাতে পারেন। এক সপ্তাহে ফল পাবেন।