BY- Aajtak Bangla

নজর লাগা ঠেকাতে লঙ্কার সঙ্গে পাতিলেবু না গন্ধরাজ, কোনটা ঝোলাবেন? জানুন

21 May 2025

অনেকেই বাড়ির দরজা বা গাড়িতে লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখেন।

জ্যোতিষ মতে, লেবু-লঙ্কা ঝোলালে কুনজর থেকে রেহাই পাওয়া যায়।

লেবু-লঙ্কা ঝোলালে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না।

তবে কুনজর কাটানোর জন্য লঙ্কার সঙ্গে কোন লেবু ব্যবহার করবেন, পাতিলেবু না গন্ধরাজ? .

বাজারে দুই ধরনের লেবুই পাওয়া যায়।

দুই লেবুই বাঙালির হেঁশেলে লাগে। দুই লেবুর স্বাদই ভাল হয়।

তবে কুনজর এড়ানোর জন্য পাতিলেবুও সাধারণত ব্যবহার করা হয়।  ।  

এই টোটকার জন্য গন্ধরাজ লেবু ব্যবহারের চল নেই। এই তথ্য ধর্মীয় বিশ্বাস মাত্র।