BY- Aajtak Bangla
25 JUNE, 2024
মাথায় উকুনের উপদ্রব অস্বস্তিকর রকমের একটি সমস্যা। একবার বংশ বিস্তার করলে সহজে যেতে চায় না উকুন।
উকুন যে শুধু চুলের ক্ষতি করে তা নয়, স্বাস্থ্যেরও ক্ষতি করে। উকুন সবচেয়ে বেশি হয় ভেজা চুলে। জানুন রইল উকুন তাড়ানোর কিছু ঘরোয়া উপায়।
চার কোয়া রসুন থেঁতো করে, সামান্য লেবুর রসের সঙ্গে মিশিয়ে রস মাথায় লাগান। আধ ঘণ্টা রেখে, শ্যাম্পু করে নিন।
উকুন তাড়ানোর জন্য নারকেল তেল অত্যন্ত কার্যকরী।
রাতে ৩-৪ চামচ নারকেল তেল ও কর্পূর গরম করে, চুলে এবং মাথার তালুতে লাগান। সকালে শ্যাম্পু করে নিন।
অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে তুলো দিয়ে স্ক্যাল্পে লাগান। রাতে চুলে পাতলা কাপড় জড়িয়ে ঘুমান। সকালে শ্যাম্পু করে নিন।
ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড উকুনের বিষ। সামান্য ভিনিগার নিয়ে স্ক্যাল্পে মালিশ করে, ১০ মিনিট রাখুন। হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নিম পাতা ভাল করে জলে ফুটিয়ে নিন। এরপর জল ঠান্ডা করে তা দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩বার লাগালে উকুন মরে যাবে।
মাথায় অ্যালকোহল মালিশ করলেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সপ্তাহে ২ বার করে টানা ২ মাস করলে, অবশ্যই উপকার পাবেন।
৫- ৬টি মাঝারি পেঁয়াজ বেটে রস করে নিন। মাথায় লাগিয়ে ঘণ্টা দুয়েক মতো রেখে, শ্যাম্পু করুন।