18 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

উকুনের প্রিয় এদের মাথা, অসাবধান হলেই জেঁকে বসে মাথায়! 

একটা সময় ছিল যখন বাড়ির মেয়েরা দুপুরে লাইন দিয়ে উঠোনে বসতেন উকুন বাছতে। সেই দৃশ্য এখন বিরল।

সেসব দিন এখন গেছে। তবে উকুনের দিন যায়নি। এখনও স্কুল ফেরৎ উকুন মাথায় নিয়ে ফেরে মেয়েরা।

উকুন একটি পরজীবী প্রাণী। সাধারণত মানবদেহে মাথায় বা মাথার চুলে, শরীরে এবং পিউবিক হেয়ার বা গুপ্তলোমেও হয়ে থাকে। 

তবে পুরুষদের তুলনায় মহিলাদের চুলে উকুনের সংক্রমণ বেশি হতে দেখা যায়। 

যার মধ্যে কিশোরীদের মাথায় সবথেকে বেশি উকুন হয়। 

শিশুদের ক্ষেত্রে ৩ থেকে ১২ বছর বয়সে উকুন বেশি দেখা যায়। এই বয়সের মেয়েদের মাথায় উকুন সবথেকে বেশি হয়।

উকুন একজনের হলে পাশে থাকা অন্যজনেরও হয়। তবে উকুন উড়তে পারে না।

চিরুনি, ব্রাশ, বালিশ, চুলের ফিতা, রাবার ব্যান্ড, বিছানার চাদর, গামছা, তোয়ালে ইত্যাদির মাধ্যমেও ছড়াতে পারে উকুন।

তাই এই বয়সে চুলের বিশেষ যত্ন নিতে হবে। সপ্তাহে অন্তত ১-২ দিন শ্যাম্পু করতেই হবে। মাথা যেন পরিষ্কার থাকে।

উকুন দেখতে পেলেই পেট্রোলিয়াম জেলি, মেয়োনিজ, টি ট্রি অয়েল, রসুন, নারকেল তেল, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। কাজে না দিলে উকুন মারার ওষুধ চুলে লাগান।