17 june, 2023
BY- Aajtak Bangla
হার্ট ভাল রাখে-ক্যান্সার সেল প্রতিরোধ করে লিচু, রইল ৭ গুণাগুণ
লিচু খেলে মুখে আসে উজ্জ্বলতা এবং কমে যায় বার্ধক্যের চিহ্ন। এছাড়াও এটি শারীরিক বিকাশকেও তরান্বিত করতে কাজ করে।
তবে মনে রাখবেন এটি বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকর হতে পারে। বেশি লিচু খেলে অনেকের দেহে চুলকানি, ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।
বিটা ক্যারোটিন এবং অলিগোনল সমৃদ্ধ লিচু হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
লিচু ক্যান্সার কোষের বৃদ্ধি রোধেও সহায়ক।
কেউ সর্দিতে ভোগাকালীন লিচু খেলে তাৎক্ষণিক উপকার পেতে পারেন।
অ্যাজমা প্রতিরোধেও লিচু ব্যবহার করা হয়।
কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রেও লিচু উপকারী।
লিচু স্থূলতা কমাতে সাহায্য করে। এর পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
যৌন জীবন মসৃণ করতে লিচু খাওয়া খুবই উপকারী।
Related Stories
তেল ছাড়াই হবে চটপটা লেবুর আচার, সহজ রেসিপি
প্রাকৃতিক ডাই, নারকেল তেলে মেশান এই পাতার গুঁড়ো
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
লেবুর রস ঘষুন এভাবে, চুলের তলার চামড়া থেকে খুসকি গায়েব