5 November 2023

BY- Aajtak Bangla

রুপোর নূপুর পরলে মেলে এসব আশ্চর্য উপকারিতা, মেয়েরা জেনে নিন

বর্তমানে মহিলাদের অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য তাদেরকে হরমোনগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। হতে পারে মাসিক সমস্যা, বন্ধ্যাত্ব , পায়ের বিভিন্ন সমস্যা ইত্যাদিও।

কিন্তু উপায় কী? মুক্তির পথইবা কী? 

আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে মেয়েদের পায়ে রুপোর নূপুর পরার চল রয়েছে। এটা শুধু পায়ের সৌন্দর্যের জন্য নয়।

তার পিছনে আছে স্বাস্থ্যসম্মত কারণ। জানুন সেই ব্যাখ্যা। 

রুপো শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তাই রুপোর বা নূপুর পরলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে।

রুপোর নূপুর পরলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

রুপো হাড়কে মজবুত করতে সাহায্য করে। যখন পায়ের গোড়ালি স্পর্শ করে, তখন ধাতব উপাদানটি হাড় মজবুত করে।

অনেক গবেষণায় দেখা গেছে যে রুপোর  অ্যাঙ্কলেট পরা মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্য  ঠিক থাকে। 

আজকালকার ব্যস্ত জীবনে মেয়েদের পায়ের বিভিন্ন সমস্যা দেখা যায়। তবে রুপোর অ্যাঙ্কলেট পরলে এই সমস্যার সমাধান করা সম্ভব।