BY- Aajtak Bangla
31 December 2024
শীতে ঠোঁট ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। ঠোঁট ফেটে চৌচির হয়ে যায়।
তাই অনেকেই ঠোঁটে নানা ধরনের ক্রিম লাগান। তবে ফল দীর্ঘস্থায়ী হয় না।
শীতে ঠোঁট ফেটে গেলে সারান ঘরোয়া উপায়েই। রান্নার এই মশলাই বাজিমাৎ করবে।
বিশেষজ্ঞদের মতে, চিনি খুবই কার্যকরী। চিনি এবং মধু মিশিয়ে ঠোঁটে লাগালে নরম হবে। আর ফাটবে না।
এছাড়া শসার রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে ফাটার সমস্যা কমবে। . .
ঠোঁট ফাটা কমাতে লাগাতে পারেন নারকেল তেল। এই তেল রুক্ষ ভাব দূর করে। . .
শুষ্ক ঠোঁটে দুধের সর লাগাতে পারেন। এতেও ফাটার সমস্যা থেকে রেহাই পাবেন।
এছাড়া আমন্ড ওয়েল ঠোঁটে লাগালে ফাটার সমস্যা কমে।