14 March 2025
BY- Aajtak Bangla
উৎসব অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে মদ খাওয়া বেড়ে যায়। অনেকে মনে করেন, বেশি মদ খেলেই একমাত্র লিভারের বারোটা বাজে।
এই ধারণা একদম ঠিক নয়। কম মদ খেলেও লিভার খারাপ হতে পারে। তেল মশলাযুক্ত খাবার খেলেও লিভারের অসুখ হতে পারে। সেকথাও সবার জানা। কিন্তু লিভার যে খারাপ হয়েছে বা হওয়ার দিকে তা কোন কোন লক্ষণে বুঝতে পারবেন? আসুন জেনে নিই।
পাঁজরের একটু নিচে,পেটের ডান দিকে ব্যথা হলে সাবধান। এটি লিভারের সমস্যার লক্ষণ হতে পারে। ঘন ঘন ব্যথা হলে তা ফেলে রাখবেন না।
পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, কাঁপুনি, সবসময় মেজাজ খিটখিটে থাকা ইত্যাদি হলে বুঝতে হবে লিভারের সমস্যা রয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, লিভার হলে জন্ডিস হয়। একটি সুস্থ লিভার বিলিরুবিন শোষণ করে পিত্তে রূপান্তরিত করে যা হজম প্রক্রিয়ায় অংশ নেয় এবং অবশিষ্ট অংশ মলের সঙ্গে বেরিয়ে যায়। জন্ডিস হলে লিভার বিলিরুবিনকে শোষণ করতে পারে না।
লিভারের সমস্যা হলে ত্বকে চুলকানি ও ফুসকুড়ি বেরোতে পারে। ত্বকে ছোপ ছোপ দাগও লিভারে সমস্যার আর একটা অন্যতম লক্ষণ।
লিভার খারাপ হতে শুরু করলে খাবারে অনিহা আসে। আসলে লিভার খারাপ হতে শুরু করলে খাবার হজম হতে চায় না। তখন খিদে কমে যায়।
পা, হাত এবং মুখও ফুলে যেতে পারে লিভারের সমস্যায়। অনিয়মিত পিরিয়ডস, মহিলারদের মধ্যে বন্ধ্যাত্ব ইত্যাদি সমস্যাও হতে পারে।
তাই এই লক্ষণগুলো শরীরে দেখা দিলে ফেলে রাখবেন না। অবিলম্বে ডাক্তার দেখানো উচিত। মনে রাখবেন, লিভারের সমস্যায় প্রাণও যেতে পারে।