BY- Aajtak Bangla

লিভারকে পচিয়ে দেয় এই ৫ খাবার, সতর্ক না হলে সর্বনাশ

21  APRIL, 2025

আমাদের শরীরের অন্যতম অঙ্গ হল লিভার। তাই লিভার সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ।

লিভার

আজকাল অনেকেই লিভারের সমস্যায় ভোগেন। বিশেষ করে, ফ্যাটি লিভারের সমস্যা গুরুতর।

লিভারের সমস্যা

বিশেষজ্ঞদের মতে, রোজকার জীবনে এই ৫ খাবার খেলে লিভারের ক্ষতি হতে পারে।

৫ খাবার

গরমে আমরা অনেকেই  সোডা,  বাজারের জুস, এনার্জি ড্রিঙ্কস খাই। তবে এই খাবারগুলি খেলে লিভার নষ্ট হতে পারে।

ড্রিঙ্কস

বার্গার, চিপস বা ভাজাভুজি খেলে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে।

বার্গার

পাস্তা জাতীয় খাবার খেলে লিভার নষ্ট  হওয়ার ঝুঁকি থাকে।

পাস্তা

উচ্চ চর্বিযুক্ত দুধ, পনির, মাখন খেলে লিভারের ক্ষতি হতে পারে।

দুধ

অনেকেই সসেজ, হট ডগ খান। এসব খেলেও লিভার নষ্ট হতে পারে।

সসেজ