12 April, 2024
BY- Aajtak Bangla
গ্রাম বাংলার অনেক শাকপাতা অনেকেই চেনে না। বাড়ির আশপাশে হয়, তবে খায় না। অত্যন্ত উপকারী কিছু ভেষজ অনেক মুশকিল আসা করে।
এর মধ্যে একটি কালমেঘ পাতা। স্বাস্থ্যের জন্য অব্যর্থ।
তেল, ঝাল, মশলা যুক্ত খাবারে অভ্যস্ত হয়ে উঠেছি আমরা। আর এই সকল খাবার সরাসরি লিভারের সমস্যা খেরে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার ফাইব্রোসিসের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েকগুণ বৃদ্ধি পায়।
ফ্যাটি লিভারের সমস্যা বর্তমান সময়ে অনেকের। এই সমস্যা দূর করতে অবশ্যই খান কালমেঘের রস।
তাই লিভারকে সুস্থ রাখতে অস্ত্র কালমেঘ পাতা। এতে উপস্থিত কিছু উপাদানের অ্যান্টিইনফ্লেমেটরি ও হেপাটোপ্রোটেকটিভ গুণ রয়েছে।
লিভারের নানাবিধ সমস্যা দূর করতে কালমেঘ পাতার জুড়ি মেলা ভার। তাই যকৃতকে সুস্থ রাখতে নিয়মিত কালমেঘ পাতা খান।
কালমেঘ পেটের আলসারও দূর করতে পারে।
হার্টও সুস্থ রাখে কালমেঘ পাতা।