BY- Aajtak Bangla
4 May 2025
আমাদের প্রায় অনেকের বাড়িতেই টিকটিকি দেখা যায়।
ঘরে টিকটিকির উৎপাত বাড়লে সমস্যায় পড়তে হয়।
অনেক সময়ই গায়ের উপর টিকটিকি এসে পড়ে। জ্যোতিষ মতে, এতে নানা ইঙ্গিত পাওয়া যায়।
মাথায়, উরুতে, ঠোঁটের নীচে, নাভি, পায়ের মধ্যে টিকটিকি পড়লে সমৃদ্ধি বাড়ে। .
ভ্রুতে টিকটিকি পড়লে একেবারেই ভাল নয়।
গলায় যদি টিকটিকি পড়ে, তা হলে জানবেন শত্রুনাশ হবে।
যদি টিকটিকি উপর থেকে পড়ে নীচের শেষ অংশ স্পর্শ করে, তা হলে শুভ।
বাম কাঁধে টিকটিকি পড়লে তা হলে সাবধানে থাকতে হবে। শত্রু বাড়তে পারে।
ডান কাঁধে টিকটিকি পড়লে জয় লাভ হয়।