BY- Aajtak Bangla

ঘরে টিকটিকি এসব ইঙ্গিত দেয়, জেনে রাখুন

26  APRIL, 2025

আমাদের প্রায় সবার ঘরেই অনেক সময় টিকটিকি দেখা যায়।

টিকটিকি

অনেকের বাড়িতে টিকটিকির উপদ্রব দেখা যায়। টিকটিকি তাড়াতে অনেকেই নানা পন্থা অবলম্বন করেন।

টিকটিকির উপদ্রব

ঘরে টিকটিকি থাকা কিসের ইঙ্গিত? ঘরে টিকটিকি থাকা কি ভাল না খারাপ?

কিসের ইঙ্গিত

শকুন শাস্ত্র মতে, ঘরে টিকটিকি দেখা শুভ বলে মনে করা হয়।

শুভ

তবে বেশি টিকটিকি থাকলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা খারাপ। .

নেতিবাচক শক্তি

আবার বাড়িতে পুজোর জায়গার চারপাশে টিকটিকি দেখা গেলে তা খুবই শুভ বলে মনে করা হয়। এতে অর্থলাভ হয়।

ঠাকুরঘর

বাড়ির এক জায়গায় হঠাৎ ৩টি টিকটিকি দেখতে পাওয়া গেলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।

৩টি টিকটিকি

বাড়ির বাথরুমে টিকটিকি দেখা গেলে তা শুভ বলে মনে করা হয়।

শুভ প্রভাব