8 MARCH, 2025
BY- Aajtak Bangla
বাড়িতে টিকটিকি ঘুরে বেড়াতে দেখা যায় প্রায়। অনেকে বলেন ঘরে টিকটিকি দেখা শুভ, অনেকে বলে থাকেন অশুভ।
আসুন জেনে নিই বাড়িতে টিকটিকি ঘুরে বেড়ানোর বা ঘন ঘন তা নজরে আসা কীসের ইঙ্গিত দেয়।
টাকা গোনার সময় বা টাকার কথা চিন্তা করার সময় যদি টিকটিকি ডাকে তাহলে বুঝবেন আপনার অর্থভাগ্য শুভ।
বাড়ি থেকে বেরোনোর সময় যদি টিকটিকি দেখতে পান তাহলে যে কাজে বেরোচ্ছেন তা সফল হয়।
পরীক্ষায় বসার সময় বা কোনও শুভ কাজ করার সময় টিকটিকি ডাকলে তা শুভ।
ঘরে টিকটিকি দেখা সব সময় শুভ। তাই টিকটিকি দেখলে তাড়াবেন না।
যদি টিকটিকি আপনাকে দেখে পালিয়ে যায়, তাহলে সাবধান হয়ে যান। এর অর্থ আপনার খারাপ সময় আসন্ন।
মরা টিকটিকি দেখলে সাবধান হয়ে যান। সেই টিকটিকিকে মাটিতে পুঁতে দিন।
ঘরের দেওয়ালে যদি দুই টিকটিকির মারামারি দেখতে পান তার ইঙ্গিত আদৌ ভালো নয়।