14 JAN, 2025
BY- Aajtak Bangla
মাঝে মাঝেই বাড়ির দেওয়ালে টিকটিকি দেখা যায়। এই টিকটিকির আগমন কিন্তু অর্থবহ।
বাড়িতে পশু-পাখি আসলে তার নির্দিষ্ট কারণ থাকে। সেই সব পশু পাখি কিছু ইঙ্গিতও বহন করে। ব্যতিক্রম নয় টিকটিকিও।
বাড়ির দেওয়ালে যদি একসঙ্গে তিনটি টিকটিকি দেখেন তার অর্থ হল, আপনার ভাগ্য ভালো।
কোনও ভালো খবর পেতে পারেন, ভাগ্য পরিবর্তন হতে পারে। তিনটি টিকটিকি এটাই ইঙ্গিত দেয়।
কোনও কোনও সময় বাড়ির কোনও জায়গায় দুটো টিকটিকিকে মারামারি করতে দেখা যায়।
এটা কিন্তু মোটেও শুভ ইঙ্গিত নয়। দুটো টিকটিকির মারামারি করার অর্থ হল সংসারে অশান্তি হবে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়।
ঠাকুরঘরে টিকটিকি দেখলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। দেনা পরিশোধ হয়।
যদি ঠাকুরঘরে টিকটিকি দেখা যায় তাহলে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।