1st OCTOBER 2024

BY- Aajtak Bangla

৫ টাকার রসুনেই বাড়ির ত্রিসিমানা ছেড়ে পালাবে; আর ঢুকবে না

টিকটিকির সমস্যায় অনেকেই নাজেহাল হয়ে যান। ঘরের দেওয়াল, বারান্দা সব জায়গাতে টিকটিকি দেখা যায়। 

হাজার স্প্রে করেও যেন রেহাই মেলে না। বাড়ি থেকে যেন যেতেই চায় না টিকটিকি।

তবে মাত্র কয়েকটা রসুনেই বাড়ি ছেড়ে পালাবে টিকটিকি। আর বাড়ির ত্রিসিমানায় ঘেঁষবে না। 

পেঁয়াজ ও রসুনের গন্ধ একদম সহ্য করতে পারে না টিকটিকি। সেজন্য ঘরের কোণায় তা রেখে দিন।

রান্নাঘর, বেড রুমের আনাচে কানাচে পেঁয়াজ ও রসুনের কোয়া রেখে দিন। বা প্লাস্টিকের বোতলে ভরেও রাখতে পারেন। তাতেই কাজ হবে।

পেপার স্প্রে টিকটিকি একদম সহ্য করতে পারে না। সেজন্য বাড়িতে কয়েক দিন অন্তর স্প্রে করুন।

বাজার থেকে গোলমরিচের গুঁড়ো এনে তা বোতলে ভরে ঘরের আনাচে কানাচে স্প্রে করতে পারেন। তাহলেও কাজ দেবে। 

বাড়িতে যদি গোলমরিচ না থাকে তাহলে লঙ্কা গুঁড়ো স্প্রে করতে পারেন। তাহলেও কাজ দেবে। 

টিকটিকি খুব সহজে তাড়িয়ে দেয় ন্যাপথলিনও। তা ঘরের কোণায়, আলমারি বা ড্রেসিং টেবিলে রাখলেই হবে।