BY- Aajtak Bangla

বুকপকেটে ১টা লবঙ্গ রেখে দিন, ব্যস, খেলা শুরু 

7 October  2024

রান্নাঘরে যেসব ভেষজ মশলা থাকে, তার মধ্যে অন্যতম লবঙ্গ। রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায়।

আবার লবঙ্গের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। লবঙ্গ দাঁতের জন্য খুবই ভাল।

জ্যোতিষ মতে, লবঙ্গ আমাদের ভাগ্যের জন্যও খুব ভাল। 

কোনও কাজে বাইরে যাওয়ার সময় পকেটে বা বুকপকেটে লবঙ্গ রাখলে সেই কাজে সাফল্য আসে।

ভগবান শিবকে লবঙ্গ অর্পণ করলে সব সমস্যার সমাধান হয়। . .

শনিবার ঘরে কর্পূরের সঙ্গে লবঙ্গ জ্বালালে অশান্তি দূর হয়। ঘরে শান্তি বজায় থাকে। . .

পানের মধ্যে ২টি লবঙ্গ, ১টি এলাচ, সুপারি রেখে গণেশের মূর্তির সামনে রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয়।

ঘরে প্রদীপের মধ্যে লবঙ্গ জ্বাললে অশুভ শক্তির বিনাশ হয়।

চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে ২টো লবঙ্গ রাখলে পরীক্ষা সফল হয়।