BY- Aajtak Bangla

১টা লবঙ্গ লাগবে শুধু, তাতেই সুখ-ধন লাভ নতুন বছরে

21 December 2024

বিভিন্ন রান্নায় লবঙ্গের বড় ভূমিকা থাকে।

আবার এই লবঙ্গ ব্যবহার করেই কপাল খুলে যেতে পারে।

জেনে নিন, লবঙ্গের ব্যবহারে কী ভাবে আপনার ভাগ্যের চাকা ঘুরবে।

রোজ পুজোর পর প্রদীপে ২টো লবঙ্গ জ্বালিয়ে আরতি করুন। জ্যোতিষ মতে এতে সাফল্য পাওয়া যায়। 

পাতিলেবুর গায়ে ৪টি লবঙ্গ পুঁতে দিন। তার পরে 'ওম শ্রী হনুমতে নম' মন্ত্র ২১ বার জপ করুন। এতে সব কাজে সফল হবেন। 

কর্পুর, ফুল, লবঙ্গ পুড়িয়ে দিন। তার পরে পোড়া জিনিসটা খান। তা হলে কাজে সব বাধা কেটে যাবে। 

মঙ্গলবার সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিশা পাঠ করুন। প্রদীপে ২টো লবঙ্গ রেখে আরতি করলে অসুস্থতা কেটে যাবে। দূর হবে আর্থিক কষ্ট।