BY- Aajtak Bangla
25 October 024
সকলেই চান মাথা ভর্তি কালো চুল। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল উঠতে থাকে।
কারও আবার অল্প বয়সেই চুল পড়ে যায়। টাক মাথায় চুল গজাতে অনেকে নানা জিনিস কেনেন। তবে তাতে খুব একটা লাভ হয় না।
ঘরোয়া এই উপায়ে সহজেই মাথা ভর্তি কালো কুচকুচে চুল থাকবে। কীভাবে?
বিশেষজ্ঞদের মতে, আমাদের চুলের স্বাস্থ্যের জন্য লবঙ্গ খুবই উপকারী। ।
চুল কালো করে দেবে লবঙ্গ। কীভাবে? . .
একটি পাত্রে কয়েকটি লবঙ্গ নিতে হবে প্রথমে। . .
তারপরে এতে আদা ছিলে জল মেশান। এবার জলটি ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। . .
ফোটানোর পর ঠান্ডা করে জলটি ছেঁকে নিন। এতে লেবুর রস মেশান।
শ্যাম্পু করার আগে মিশ্রণটি চুলে স্প্রে করুন। তারপরে ১৫ মিনিট রেখে শ্যাম্পু করলেই ফল পাবেন।