BY- Aajtak Bangla
6 July 2024
লবঙ্গ আমাদের রান্নাঘরে থাকেই। রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায়।
আবার লবঙ্গ মুখে রাখলে দাঁত যেমন ভাল থাকে, তেমনই গলা খুসখুস ভাবও কমে।
জ্যোতিষ মতে, লবঙ্গ খুবই শুভ। লবঙ্গ দিয়ে কিছু টোটকা মেনে চললে জীবন বদলে যাবে।
ভগবান শিবকে লবঙ্গ নিবেদন করলে সাফল্য আসে। ।
ঘরে কর্পূরের সঙ্গে লবঙ্গ পোড়ালে সুখ-শান্তি বজায় থাকে। . .
পানের মধ্যে ২টি লবঙ্গ, ১টি এলাচ, সুপারি রেখে গণেশের মূর্তির সামনে রাখলে অর্থলাভ হয়। . .
চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে ২টো লবঙ্গ রাখলে শুভ ফল পাওয়া যায়।
রোজ জলে ২টি লবঙ্গ দিয়ে স্নান করুন। এতে চাকরিতে উন্নতি হবে। সাফল্য আসবে।