BY- Aajtak Bangla
4 OCTOBER 2024
মাঝেমধ্যেই আমরা তাড়াহুড়োতে বা ভুলবশত হারিয়ে ফেলি বাড়ি বা গাড়ির চাবি।
লোক ডেকে এনে চাবি ভাঙাতে হয়। কিন্তু তাতে অনেক সময় লেগে যায়।
জানুন চাবি হারালেও, কীভাবে নিজেই খুলে ফেলবেন তালা। তাও আবার খুবই কম সময়ে।
এর জন্য লাগবে একটা দেশলাই বাক্স, এতে দারুণ কাজ হবে। প্রথমেই দেশলাই কাঠি থেকে বারুদ সরিয়ে নিন।
এরপর বারুদটা কোনও কাগজে এক জায়গায় রেখে দিন।
এবারে তালার ফুটোর মধ্যে সব বারুদ আসতে আসতে ঢেলে দিন।
আসতে করে দেশালাই কাঠি ফুটোর মধ্যে ভরে দিন, তবে বারুদের অংশটি বাইরে রাখবেন।
এবার কাঠিটা জ্বালিয়ে নিন, আগুন আসতে আসতে তালার মধ্যে থাকা বারুদে চলে যাবে।
এইভাবেই খুলে নিতে পারবেন তালা, তবে বিস্ফোরণ হতে পারে।
তাই তালার থেকে কিছুটা দূরে থাকাটাই ভাল এক্ষেত্রে এবং খুব সাবধানে করতে হবে।