BY- Aajtak Bangla

লক্ষ্মীপুজোয় চুপিচুপি করুন এই কাজ, ধন উপচে পড়বে 

15th October, 2024

লক্ষ্মী পুজো বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। এই পুজোতে সবাই করেন বাড়িতে ধন সম্পদের শ্রীবৃদ্ধির জন্য।

লক্ষ্মীপুজো করলে বাড়িতে শান্তি বিরাজ করে। অশুভ শক্তি বাড়ি থেকে পালিয়ে যায়। 

এই পুজোর সুফল পেতে হলে একটা টোটকা মেনে চলতে হয়। তাহলে ধনসম্পদ বাড়ে। 

একটা তামার ঘটি নিয়ে তার উপর একটা বাটি রাখুন। সেই বাটির উপর রাখুন একটা কয়েন।  

এবার সেই ঘটটি রাখুন তারপর জপ করুন 'ওঁ  মহালক্ষ্মী নম নমঃ/ ওঁ বিষ্ণুপ্রিয়া নমঃ নমঃ।' 

লক্ষ্মীপুজোর দিন পূর্ণিমা। এই দিন একবার হলেও চাঁদের আলো গায়ে লাগান।

এই দিন গঙ্গাস্নান করা শুভ। সকালে গঙ্গাস্নান করুন। না পারলে গঙ্গাজল মাথায় ছেটান। 

মা লক্ষ্মীকে অবশ্যই পদ্মফুল নিবেদন করুন। এই ফুল অত্যন্ত প্রিয় দেবীর।

পায়েস  রান্না করে তা চাঁদের আলোয় রেখে দিন। তাহলে বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি হবে।