BY- Aajtak Bangla

দীর্ঘ আয়ুর আসল রহস্য জানিয়েছিলেন বাবা লোকনাথ, আপনি জানেন?

21 April, 2025

বাংলায় লোকনাথ ব্রহ্মচারীর অগণিত ভক্ত রয়েছেন। নিষ্ঠা ভরে তাঁর পুজো করা হয়।

১৮৯০ সালে, ১৬০ বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদীতে তিরোধান হয় লোকনাথ ব্রহ্মচারীর।

বাবা লোকনাথের আধ্যাত্মিক দিকের সঙ্গে সকলে পরিচিত। সেই সঙ্গে তাঁর একটি দার্শনিক দিকও ছিল। 

তিনি বলেছিলেন, যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। 

'অর্থ উপার্জন করা, তা রক্ষা করা, আর তা ব্যয় করার সময় বিশ্বের সবাইকে দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনও লাভ নেই।'

এর পাশাপাশি দীর্ঘায়ু হওয়ার রহস্যও বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী।

তোরা যদি দীর্ঘায়ু হতে চাস্ তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে।

ক্রোধ ভাল, কিন্তু ক্রোধান্ধ হওয়া ভাল নয়।

গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না।