BY- Aajtak Bangla
17th April, 2024
আচার্য চাণক্যের মতে, একটি মাত্র অভ্যাস থাকলে আয়ু বাড়ে মানুষের। তাঁদের মান সম্মানও বাড়ে।
চাণক্যের মতে, প্রত্যেক মানুষের অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানো দরকার। তবেই নিজের উন্নতি হবে।
চাণক্যের মতে, অন্য কাউকে সম্মান করলে আয়ু বাড়ে। মানুষের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে। তাতেই সুফল বাড়ে। আবার সম্মানও বাড়ে।
চাণক্য তাঁর নীতিশাস্ত্র বলেছেন, যাঁদের মন নিচু তাঁরা কখনও বেশিদিন বাঁচেন না। কারণ, তাঁরা অন্যের নিন্দে করেন।
চাণক্যের মতে, যাঁরা অন্যের সঙ্গে ভালো ব্যবহার করেন না, হিংসে করেন তাঁরা রোগে ভোগেন। শয্যাশায়ী হন।
যাঁরা সব সময় লোকের নিন্দে করে, সামনে এক পিছনে এক কথা বলে তাঁরা কখনও সুখী হন না। ডিপ্রেশনে ভোগেন। তাতেই শারীরিক সমস্যা হয়।
চাণক্যের মতে, একজন মা-বাবার উচিত, তাঁর সন্তাদের ছোটো থেকে এই সৎ শিক্ষা দেওয়া। তবেই তাঁদের সন্তান মানুষ হবে।
চাণক্য তাঁর নীতিশাস্ত্র বলেছেন, মা-বাবা যদি সন্তানকে সৎ হওয়ার পরামর্শ দেন, ভালো কাজ করার অভ্যাস গড়ে তোলেন তাহলে তাদের আয়ু বাড়বে।