BY- Aajtak Bangla

এই ব্লাড গ্রুপের আয়ু হয় সবথেকে বেশি 

10 July 2024

রক্তের গ্রুপ থেকে শুধু যে রোগ নির্ণয় করা যায় তা শুধু নয়। ব্লাড গ্রুপ থেকে জানা যায় মানুষ কতদিন বাঁচতে পারে। 

গবেষণা অনুসারে B পজেটিভ ব্লাড গ্রুপের লোকেদের আয়ু হয় সবথেকে বেশি। 

গোটা পৃথিবীতে জাপানের মানুষদের আয়ু সবথেকে বেশি হয়। সেই দেশের মানুষের ব্লাড গ্রুপ থেকে জানা গেছে, বেশিরভাগ জনই ছিলেন B পজেটিভ গ্রুপের। 

আবার যাদের রক্তের গ্রুপ O পজেটিভ তাদেরও আয়ু বেশিদিন হয়।

গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপ O যাদের হয় তাদের হার্টের রোগ, পাকস্থলীর ক্যান্সার এবং ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি কম থাকে। . .

আবার যাদের AB বা B রক্তের গ্রুপ, তাদের কিন্তু হৃদরোগ হওয়ার ঝুঁকি বেশি।  . .

O গ্রুপের মানুষরা বেশিদিন বাঁচলেও তাদের রোগের সম্ভাবনা বেশি থাকে। ক্যান্সার সহ একাধিক রোগে আক্রান্ত হন এঁরা।   . .

AB গ্রুপের রক্ত যাদের হয় তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে পারে। এই গ্রুপের লোকেদের স্মৃতিশক্তিও দুর্বল হয়। 

গবেষণায় এও উল্লেখ মানসিক চাপের সমস্যা থাকে A গ্রুপের রক্তের মানুষদের।